Home / Details
হোলি বা দোল মানেই রঙের উৎসব, নানা রঙে রাঙিয়ে তোলা আমাদের চারপাশকে। আমরা প্রায় সবাই নিজের নিজের বাড়িতে বা পাড়ায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথেই রঙের খেলায় মাতি প্রতিবার। এবারের দোলকে আরও রঙীনভাবে উপভোগ করতে চলে আসুন আমাদের সঙ্গে পলাশের দেশে – পুরুলিয়ায়।
আমরা যা যা করবো :
06/03/2023 – বরাভূম স্টেশন থেকে pick up করে আমরা আপনাদের নিয়ে যাবো থাকার জায়গায়।
** যাঁরা যেতে ইচ্ছুক অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না তাঁদের জন্য জানাই, আপনারা আগের দিন পুরুলিয়া চলে আসতে পারেন। হাওড়া থেকে বিকেল 04:50 এ একটি এক্সপ্রেস ট্রেন (Train No. 12827) আছে, যেটা রাত 10:25 এ পুরুলিয়া ঢোকে। এছাড়া বর্ধমান থেকেও দুটি পুরুলিয়া লোকাল আছে, সকাল 08:10 আর বিকেল 03:35 এ। পুরুলিয়াতে রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা এবং পরের দিন সকালে গাড়ী করে বাঘমুণ্ডি পৌঁছানোর দায়িত্ব আমাদের। এই অতিরিক্ত পরিষেবার খরচ আমরা cost to cost basis এ নেব। **
থাকার জায়গা – ছৌবুরু হোমস্টে (AC) / আনমনা (AC)
সেখানে breakfast করে নিয়ে বেরুবো পুরুলিয়াকে একটু ঘুরে দেখতে।
Spots :
1. কেষ্টবাজার ড্যাম
2. লহড়িয়া শিব মন্দির
3. লোয়ার ড্যাম
4. আপার ড্যাম
5. ময়ূর পাহাড়
6. মুরগুমা লেক
7. তারপানিয়া লেক বা মার্বেল লেক
8. বামণি ফলস্
9. তুরগা ফলস্
ফিরে এসে lunch সেরে একটু বিশ্রাম। সন্ধ্যায় হালকা snacks হাতে বসে উপভোগ করা যাবে আদিবাসী নৃত্য; চাইলে পা মেলানোও যেতে পারে একটু। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে হবে নেড়াপোড়া। অবশেষে dinner সেরে সুন্দর একটি সুখনিদ্রা।
07/03/2023 - সকাল 7 টা থেকে 8 টার মধ্যে প্রভাতফেরি। ফিরে এসে সেরে নেবো breakfast। এরপর থাকবে অতিথিবরণ অনুষ্ঠান। সকল অতিথিদের বরণ শেষ হলে শুরু হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর তারপরেই দোল (শুধুমাত্র আবির) খেলা।
দুপুরে lunch সেরে একটু বিশ্রাম তো নিতেই হবে, সন্ধ্যের জন্য শরীরটাকে আবার একটু রিচার্জ করে নিতে হবে তো।
সন্ধ্যেবেলায় চা ও টিফিনের সাথে থাকছে বাউলের আখড়া। আর এরপরই শুরু হবে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ-নাচের আসর। রাতে Dinner সেরে ক্লান্ত শরীরটাকে কোনো রকমে বিছানায় ফেলতে পারলেই ব্যস, নিশ্ছিদ্র নিদ্রায় হবে রজনী অতিক্রান্ত।
08/03/2023 – আজই শেষ দিন, তাই মনটাও খুব ভারাক্রান্ত। কিন্তু না, শেষ দিন হলেও বেড়ানো কিন্তু শেষ হয়নি এখনও। আজ breakfast সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আরও দুটি ঠিকানার উদ্দেশ্য –
1. খয়েরবেড়া ড্যাম
2. চারিদা গ্রাম (মুখোশ গ্রাম)
ফিরে এসে lunch সেরে train এর সময় অনুসারে আপনাদের স্টেশনে পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব শেষ হবে।
খাদ্য তালিকা (Menu List)
প্রথমদিন
Breakfast
লুচি, তরকারি, ডিম সিদ্ধ, জিলাপি / ব্রেড, বাটার, ডিম সিদ্ধ, জিলাপি
Lunch
ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছের ঝোল, ডিমের অমলেট, চাটনি, পাঁপড়, স্যালাড
Evening snacks
পাস্তা, চা
Dinner
রুটি, ভাজা, চিকেন, মিষ্টি / ভাত, ডাল, ভাজা, চিকেন, মিষ্টি
দ্বিতীয়দিন
Breakfast
লুচি, তরকারি, ডিম সিদ্ধ, জিলাপি / ব্রেড, বাটার, ডিম সিদ্ধ, জিলাপি
Lunch
ভাত, ডাল, ভাজা, দুটো তরকারি, খাসির মাংস, পায়েস, চাটনি, পাঁপড়, স্যালাড, আইসক্রিম
Evening snacks
আলুর চপ, মুড়ি মাখা
Dinner
ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মিষ্টি
তৃতীয়দিন
Breakfast
পরোটা, আচার, আলুর দম, জিলাপি
Lunch
ভাত, ডাল, ভাজা, তরকারি, চিকেনকারি, চাটনি, পাঁপড়, স্যালাড